আরিফুল ইসলাম, শিবগঞ্জ,বগুড়াঃ বগুড়ার শিবগঞ্জে গভীর রাতে ২টি ট্রাক মুখোমুখী সংঘর্ষ বালু বোঝাই ট্রাক চালক নিহত।
জানা গেছে, মোকামতলা-জয়পুরহাট সড়কের উপজেলার হরিপুর চককানু বাজার এলাকায় গতকাল রাত আড়াইটার দিকে বালু বোঝাই ট্রাক ও মুরগীর ফিড বোঝাই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে বালুবোঝাই ট্রাক চালক ঝিনাইদহ জেলার জাড়গ্রামের মৃত ছাদ্দার শিকদার এর ছেলে জমির উদ্দিন (৪৫) ঘটনাস্থলে মারা যায়। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, উক্ত দুর্ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় মামলা নেওয়া হয়েছে।