৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে মৌন মিছিল

spot_img

সুনামগঞ্জ প্রতিনিধি

শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় জেলা ন্যাশনাল চিলড্রেন’স ট্রাকফোর্সের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ থেকে মৌন মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন প্রদক্ষিণ করে শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
সমাবেশ বক্তব্য রাখেন এনসিটিএফ সুনামগঞ্জ জেলার সভাপতি শেখ উম্মে মহুয়া, সহ সভাপতি নাজমুস সালেহীন ফাইয়াজ, শিশু গবেষক ফাইজা মেহজাবিন ফিমা, চাল পার্লামেন্ট মেম্বার সাবেক সদস্য তাজকির হক তাজিন, প্রিয়াঙ্কা কর প্রিয়া প্রমুখ। মৌন মিছিলে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, শিশু আসিয়া সহ সকল ধর্ষণের সুষ্টু বিচার দাবী জানানোর পাশাপাশি ধর্ষকদের দ্রত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। নারীদের জন্য কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহনসহ সব ক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং যৌন হয়রানি ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ ও দ্রুত বিচার নিশ্চিত করা, নারীদের জন্য যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করা এবং কর্মসংস্থানে যোগ্যতা অনুযায়ী নিরাপত্তা ও সমান সুযোগ প্রদান, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বজায় রেখে নারীর স্বাধীনতা, মর্যাদা ও সম্পত্তিসহ মৌলিক অধিকার বাস্তবায়ন করা, অনলাইন হয়রানি ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সাইবার নিরাপত্তা জোরদার করা, নারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং কাউন্সেলিং সুবিধা প্রদান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ