
বগুড়া শাজাহানপুরের শীর্ষ সন্ত্রাসী উপজেলার স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান (৪০) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাস থেকে গ্ৰেফতার করেছে ঢাকার আশুলিয়া থানা পুলিশ।
তার বিরুদ্ধে থানায় পুলিশের উপর হামলা, হত্যা, চাঁদাবাজি, অস্ত্র, মাদক, জমি দখলসহ ১৩টি মামলা রয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) রাতে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম এই তথ্য জানিয়েছেন।
গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে রাজধানী ঢাকা শহরে আত্মগোপনে ছিলেন শাজাহানপুরের শীর্ষ সন্ত্রাসী নুরুজ্জামান। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে ঘন ঘন অবস্থান পরিবর্তন করতে থাকেন। একপর্যায়ে নিজের পরিচয় গোপন রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসে আত্মগোপন করেন।
সেখানেও তার শেষ রক্ষা হলো না। পরিচয় গোপন করে অবৈধভাবে ছাত্রাবাসে অবস্থানের বিষয়টি টের পেয়ে যান জাবির একদল শিক্ষার্থী। আজ বুধবার দুপুরে শিক্ষার্থীরা সন্ত্রাসী নুরুজ্জামানকে অবরুদ্ধ করে ফেলেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ অবরুদ্ধ নুরুজ্জামানকে গ্রেপ্তার করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, নুরুজ্জামানের বিরুদ্ধে শাজাহানপুর থানায় দলবল নিয়ে ঢুকে পুলিশের উপর হামলা, অস্ত্রবাজি, হত্যা, চাঁদাবাজি, মাদক, জমি দখলসহ ১৩টি মামলা রয়েছে।