শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ফর ওয়েলফেয়ার'র (ঊষা) সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) বিকালে উপজেলার সুঘাট ইউনিয়নের গুয়াগাছি-জয়লা উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৯তম এই পূর্ণমিলনীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সংগঠনের সভাপতি আতিকুল রহমান শীতল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ নুরুল আমিন। আরও উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান, ইউনিয়ন আ.লীগ সভাপতি শাহাদাত হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, একটা ভালো শিক্ষার্থীকে বাছাই করার জন্য ঊষা একটি অন্যতম ফাউন্ডেশন। সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মান উন্নয়ন করতে হলে অবশ্যই সুন্দর সুন্দর পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রতিবছর যেন ঊষা'র মত ফাউন্ডেশন গুলোতে শিক্ষার্থীরা তাদের মেধা যাচাইয়ে অংশ নেয়।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে এ প্লাস প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন অতিথিরা। এছাড়াও অনুষ্ঠানের একপর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।