
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় গ্রামে বুধবার (৯ জুলাই) অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা। স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ মেলাটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারকান্দি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য সাদিক হাসান শামীম। এছাড়াও উপস্থিত ছিলেন আহসান হাবীব রাজু, রাজু আহমেদ, আরাফাত রহমান, শাহীন আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলায় হাজারো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। শতাধিক রকমারি দোকানে আলোকসজ্জা ও পণ্যের বাহার দেখা গেছে, যা দর্শনার্থীদের আকৃষ্ট করেছে।
মেলায় ঘুরতে আসা স্থানীয় গৃহবধূ নাহার খাতুন বলেন, “এই মেলা আমাদের এলাকার গর্ব। প্রতিবছর এ মেলাকে ঘিরে আনন্দ ও মিলনমেলা হয়।”
আরেক দর্শনার্থী নাজমুল হক জানান, “মেলায় আসা মানে শৈশবের স্মৃতি ফিরে পাওয়া। এলাকার প্রতিটি ঘরে মেহমান, আনন্দ আর আতিথেয়তায় ভরপুর হয়ে ওঠে।”
মেলাটি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন অনেকে