৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শেরপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ২১

spot_img

বগুড়ার শেরপুর উপজেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের ট্রাকের ধাক্কায় ২জন নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে রনবীরবালা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৮), ও হোসনাবাদ গ্রামের মৃত হাবিবুর রহমান প্রামানিক হানিফ উদ্দিন (৩৬)।

আহতরা হলেন, সুন্দরী (৪৫), বসন্তী (৫০), সুর্বতি (৪৫), চায়না (৪০), পবিত্র (৪৫), স্বরসতি (৫৫), সাগরিকা (৫০), সুনিল (৫০), মনন্তর (৪৮), পয়ত্রি (৫২), মো: সাত্তার (৬০), বাসরি (৫০), বাশরি (৫০), ক্ষন্নষশি (৫০) সকলে খামারকান্দি ইউনিয়নের ঝাজর এলাকার। স্থানীয়রা ৭ জনকে গুরুতর আহত হওয়ায় আগেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ায় তাদের নাম পাওয়া যায়নি।

স্থানীয় আমিনুল জানান, ট্রাকটি ধুনটের দিক থেকে আসছিল এ সময় রনবীরবালা বশীর পগলা মাজারের কাছে রাস্তার দাঁড়িয়ে থাকা হানিফ নামের একজনকে চাপা দিয়ে ২০০ গজ দুরে এসে আবার কাজের উদ্দেশ্যে যাওয়া যাত্রীবাহী ভটভটি ধাক্কা দিয়ে ট্রাক ও ভটভটি উল্টে যায়। এতে পথচারী হানিফ ও ভটভটিতে থাকা হারুন অর রশিদ ঘটনাস্থলেই ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় আরো ২১ জন আহত হয়।

আহত হারান জানান, আমরা সকালে ঝাজর এলাকা থেকে ভটভটিতে ১৭ জন মহিলা ও ৫জন পুরুষ আলু তোলার কাজে কুসুম্বি যাচ্ছিলাম। এ সময় রনবীরবালা এলাকায় পৌছালে এ দুর্ঘটনাটি ঘটে।

এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইনচার্জ বখতিয়ার উদ্দিন জনান, খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ