আব্দুল গাফফার
স্টাফ রিপোর্টার:
বগুড়ার শেরপুরে যাত্রীবাহী দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন। বৃহস্পতিবার (০৪ মে) বিকাল তিনটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ধনকুন্ডি নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দায়িত্বে কর্মকর্তা নাদির হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, বগুড়া থেকে ঢাকাগামী টিআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ধনকুন্ডি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আল আমিন পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের অন্তত ত্রিশজন যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। শেরপুর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক বলেন,আহতদের বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাওয়ায় তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তবে গুরুতর আহত তিনজনকে বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান তিনি।