শেরপুর(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ফুটফুটে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) দুপুর ১২ টার দিকে পৌরসভার স্যান্নালপাড়া এলাকার ডাস্টবিনে এই লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালের দিকে রাস্তার পাশে ময়লার স্তূপ থেকে প্রচন্ড দুর্গন্ধ আসছিল। পরে দেখা যায় ডাস্টবিনের মধ্যে একটি সাদা ব্যাগে মোড়ানো নবজাতক শিশু। তখন পুলিশকে খবর দিলে তারা এসে নবজাতকটিকে ( কন্যা সন্তান) উদ্ধার করে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা সংবাদ বুলেটিনকে জানান, ধারনা করা যাচ্ছে নবজাতকটি ৫-৬ মাসের। এখনও পরিপূর্ণ হয়নি। অজ্ঞাতনামা কোনো ব্যক্তি নবজাতকটিকে ডাস্টবিনে ফেলে রেখে গেছে। এটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।