শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে বাঙ্গালী নদীতে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সিয়াম বাবু (৮) উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামে প্রবাসী মোঃ সেজাদ ইসলামের ছেলে। রোববার (১৪ এপ্রিল) দুপুর ২টায় নদীতে গোসলে নেমে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আতিক হাসান জানান, দুপুরের দিকে সিয়াম নামের ওই শিশু তার মায়ের সাথে আরও কয়েকজন খেলার সাথীদের নিয়ে নদীতে গোসল করতে যায়। এসময় হটাৎ পানিতে ডুবে যেতে থাকে শিশুরা। তারপর নিহতের মা শিশুদের উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু অন্যান্য শিশুদের উদ্ধার করতে পারলেও নিজের সন্তানকে বাঁচাতে পারেননি ওই মা।
এরপর স্থানীয়রা এসে নদীতে উদ্ধার কাজ শুরু করলে দুপুর আড়াইটার দিকে ঘটনা স্থলের প্রায় ৩শ' মিটার দূরে সিয়াম নামের শিশুটি মৃত উদ্ধার হয়।
স্থানীয় বাসিন্দা শফিউল্লাহ জানান, মাঝে মাঝেই এই গ্রামে এমন ঘটনা ঘটে। বছর কয়েক আগেও এক মাদ্রাসা ছাত্র নদীতে গোসল করতে গিয়ে মারা গেছে। এলাকায় বাসিন্দাদের গরু পর্যন্ত পানিতে ডুবে মারা গেছে এমন ঘটনারও বর্ণনা দেন স্থানীয়রা।