
শেরপুরে মনোনয়নপত্র জমা দিলেন সুলতান মাহমুদ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে চতুর্থ ধাপে আগামী ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ। বৃহস্পতিবার (৯ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ সুমন জিহাদীর কাছে এই মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. গোলাম ফারুক, আহসান হাবীব আম্বিয়া, মোহাম্মদ আলী মন্টু, বীরমুক্তিযোদ্ধা মুকবুল হোসেন, সাজেদুর রহমান দুলাল প্রমুখ।