ইমামুল মিল্লাতঃ
বগুড়ার শেরপুরে মির্জাপুর-জোড়গাছা আঞ্চলিক সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। একাধিক স্থানে গর্ত ও ভাঙনের কারণে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে স্থানীয় গ্রামীণ জনপদের হাজারো মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তি চরমে উঠেছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার সাতারা, ওমরপাড়া, ম্যাচকান্দি, জোড়গাছা, কাশিয়াবেলা, কুর্নিঘাটসহ পুরো সড়কজুড়ে এমন ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত ওভারলোড যানবাহনের চাপ ও নির্মাণ ত্রুটির কারনে এমন হতে পারে।
আঞ্চলিক এই সড়কটি উপজেলার মির্জাপুর, সুঘাট ও ধুনট উপজেলার দক্ষিণাঞ্চলের মানুষের প্রধান যোগাযোগ পথ। প্রতিদিন বিভিন্ন ধরনের কৃষিপণ্য বিশেষ করে প্রান্তিক চাষীদের সবজি, ভুট্টা ও ধান পরিবহনে বড় ট্রাক ও ট্রলির চলাচল হয়। আবার উপজেলা শহরে ভালোমানের শিক্ষা প্রতিষ্ঠানে পড়–য়া শিক্ষার্থীদের যাতায়াতও এই সড়ক দিয়েই। কিন্তু সড়কের অধিকাংশ জায়গায় গর্ত ও ভাঙনের কারণে যানবাহন চলাচল এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ।
মির্জাপুরের ফরিদুল ইসলাম বলেন, আমরা সব সময় অবহেলিত। পুরো রাস্তাই এখন এমন অবস্থায় এসেছে যে যেকোনো সময় চলাচল বন্ধ হয়ে যেতে পারে।
বিনোদপুর গ্রামের কৃষক আরিফুল ইসলাম বলেন, আমরা সবজি নিয়ে শহরের বাজারে যাই এই রাস্তা দিয়ে। কয়েক মাস ধরে গর্ত আর ভাঙনের কারণে দুর্ঘটনার শঙ্কা নিয়ে চলাচল করছি।
মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম বলেন, প্রতিনিয়ত এই ভাঙা রাস্তা দিয়েই স্কুলে যাচ্ছি। চলাচলের নিরাপত্তাহীনতার পরও যেতে হয় শিক্ষকতা পেশায় থাকার কারণে। দ্রুত এই রাস্তা মেরামত করার দাবি জানাচ্ছি।
শেরপুর উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ বলেন, সড়কটি আমাদের দপ্তরের আওতায় নির্মিত। l দ্রুত পরিদর্শন করে মেরামতের উদ্যোগ নেয়া হবে।
শেরপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক খান বলেন, এলজিইডির আওতায় থাকায় উপজেলা প্রকৌশলীর সাথে কথা হয়েছে। অল্প সময়ের মধ্যেই ব্যবস্থা নেয়া হবে।