বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর দক্ষিণ শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা।
শুক্রবার (২৫ জুলাই) বিকাল ৫টায় উপজেলার আশগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় অংশগ্রহণ করে সিমাবাড়ি ইউনিয়ন একাদশ বনাম ভবানীপুর ইউনিয়ন একাদশ দল। জমজমাট এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বিজয়ী হয় ভবানীপুর ইউনিয়ন একাদশ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির শেরপুর দক্ষিণ শাখার সভাপতি তানজিল সরকার এবং সঞ্চালনায় ছিলেন শাখার সেক্রেটারি আহসান হাবিব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান।
প্রধান আলোচকের আসন অলংকৃত করেন ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি জোবায়ের আহম্মেদ নাহিদ।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির শেরপুর শহর শাখার সভাপতি রাফিউজ্জামান।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো সম্ভব এবং এমন আয়োজন সমাজকে ইতিবাচক বার্তা দেয়।
অনুষ্ঠান শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।