৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শেরপুর মিডিয়া ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

spot_img

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় শেরপুর উপজেলা মিডিয়া ইউনিটের উদ্যোগে ইউনিটের সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা ও সংক্ষিপ্ত কর্মশালা আয়োজিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এই আয়োজন করা হয়।

উপজেলা মিডিয়া ইউনিটের সাধারণ সম্পাদক ইমামুল মিল্লাতের সঞ্চালনায় ও সভাপতি ইফতেখার আলম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী ও শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাওলানা মোঃ দবিবুর রহমান।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা মানবসম্পদ বিভাগের সভাপতি উপাধ্যক্ষ মোঃ মোজাহিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন ফুলবাড়ী হামিদিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মোঃ মানছুরুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা মিডিয়া ইউনিটের উপদেষ্টা প্রভাষক আব্দুল্লাহ আল মুস্তাফিধ নাসিম। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আইয়ুব আলী ও মোঃ আব্দুল আলীম।

প্রশিক্ষণ কর্মশালায় মিডিয়া ইউনিটের সাংবাদিকদের ও স্কুল অফ জার্নালিজমের প্রশিক্ষার্থীদের সাংবাদিকতার উপর সমসাময়িক নানান বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ