এসবি ক্রীড়া ডেস্ক: দীর্ঘ ২৩ বছরের অবসান ঘটিয়ে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টেস্টে প্রথম জয় পায় বাংলাদেশ। ঠিক তার পরের ম্যাচে অর্থ্যাৎ সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৪২ রান তুলে চতুর্থ দিন শেষ করা বাংলাদেশের পঞ্চম দিনে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪৩ রান। পঞ্চম দিনে স্কোরবোর্ডে ২৮ রান যোগ করতেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। দুই ওপেনার ফিরে যাওয়ার পর দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হক। তাদের ৫৭ রানের জুটি ভাঙেন সালমান আলী আগা। শেষ দিকে জুটি বাঁধেন মুশফিক ও সাকিব। তাদের অপরাজিত ৩২ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
শেষ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করেতে নামে পাকিস্তান । প্রথম ইনিংসে তারা সংগ্রহ করে ২৭৪ রান । জবাবে দিতে নেমে লিটনের অনবদ্য সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে সংগ্রহ করে ২৬২ রান।
১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে বাংলার পেসারদের তোপে মাত্র ১৭২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ফলে বাংলাদেশের জন্য লক্ষ্য নির্ধারিত হয় ১৮৫ রানের।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান -
১ম ইনিংস: ২৭৪ (আইয়ুব ৫৮, মাসুদ ৫৭; মিরাজ ৫/৬১, তাসকিন ৩/৫৭)
২য় ইনিংস: ১৭২ ( আগা ৪৭*, রিজওয়ান ৪৩; হাসান ৫/৪৩, নাহিদ ৪/৪৪)
বাংলাদেশ -
১ম ইনিংস: ২৬২(লিটন ১৩৮, মিরাজ ৭৮ ; শাহজাদ ৬/৯০, আগা ২/১৩)
২য় ইনিংস: ১৮৫/৪ (জাকির ৪০, শান্ত ৩৮ ; আগা ১/১৭, শাহজাদ১/৪০)
ফলাফল - বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
ম্যান অফ দ্যা ম্যাচ- লিটন দাস
ম্যান অফ দ্যা সিরিজ - মেহেদী হাসান মিরাজ
সংবাদ বুলেটিন / দেবযানী