কোটি পাঠকের ভালোবাসায় সিক্ত অনলাইন ভিত্তিক গনমাধ্যম সংবাদ বুলেটিনে স্টাফ রিপোর্টার হিসেবে মোশারফ হোসাইন যোগদান করেছেন। ১১ মার্চ মঙ্গলবার বিকালে সংবাদ বুলেটিন প্রধান উপদেষ্টা মোঃ মিজানুর রহমান বকুল সাংবাদিক মোশারফ হোসেন হাতে স্টাফ রিপোর্টার পদের নিয়োগপত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সংবাদ বুলেটিনের প্রকাশক মোঃ মুঞ্জুরুল ইসলাম রিপন।
এর আগে এ নিউজ পোর্টালটির প্রতিষ্ঠালগ্নে থেকে আইটি বিভাগে পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি। সাংবাদিক মোশারফ হোসাইন আজ ও আগামীকাল সহ বিভিন্ন নিউজ পোর্টালে শাজাহানপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালণ করেছেন।
স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ প্রদান করায় মোশাররফ হোসাইন সংবাদ বুলেটিনের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান বকুল এবং প্রকাশক মোঃ মুঞ্জুরুল ইসলাম রিপনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনিঃশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তার এ নতুন অভিযাত্রায় সবার দোয়া কামনা করেছেন।