বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি)বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের অতিমাত্রায় প্রভাব এর অভিযোগে কারণে তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করল সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ই আগস্ট) রাতে এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা প্রদান করা হয়।
বিবৃতিতে বলা হয় যে, আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আন্দোলনে অংশগ্রহণ করি এবং দেশকে স্বৈরাচারের থাবা হতে মুক্ত করি। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু সমন্বয়ক ইদানীং সাধারণ শিক্ষার্থীদের উপর প্রভাব খাটানোর চেষ্টা করছে। যার ফলে, ইতোমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বেরোবি অনেক সমালোচিত হয়েছে। কেউ যেন সমন্বয়ক পরিচয়ে বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে কিংবা ব্যক্তি স্বার্থ রক্ষায় লিপ্ত না হতে পারে সেজন্য আমরা সাধারণ শিক্ষার্থীরা সমন্বয়কদের অবাঞ্ছিত ঘোষণা করলাম। পরবর্তীতে কেউ সমন্বয়ক পরিচয় দিলে সাধারণ শিক্ষার্থীরা তার উচিত জবাব দেবে। ভবিষ্যতে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা এক হয়ে লড়ার জন্য প্রস্তত।