দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের যে পরিকল্পনা সরকার নিচ্ছে, তা সংবিধান ও জনগণের আশা-আকাঙ্ক্ষার পরিপন্থী। বিএনপি আশা করছে, সরকার তাদের এই অবস্থান পুনর্বিবেচনা করবে। এ লক্ষ্যে দলটি এক মাস সময় দেবে সরকারকে।
বিএনপি সূত্র জানায়, এই সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না মিললে জুলাই মাস থেকে রাজপথে কর্মসূচি ঘোষণা করা হবে।
নেতারা জানান, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই। সরকারের একচেটিয়া আচরণ ও সময় বাড়ানোর কৌশলের বিরুদ্ধে দল ও জোট ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।