বগুড়া শাজাহানপুরে সাংবাদিক কল্যাণ সংস্থা নিবার্হী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় সংস্থার মাঝিড়া (লিমন প্লাজা) কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মোঃ তাইফুর রহমান।
সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুঞ্জুরুল ইসলাম রিপন সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা সমাজসেবা অফিসার আরিফুল ইসলাম, এসইও এক্সপার্টি বাংলাদেশ লিঃ ও সংবাদ বুলেটিন প্রধান উপদেষ্টা মোঃ মিজানুর রহমান, শাজাহানপুর প্রেসক্লাবে সভাপতি মোঃ জিয়াউর রহমান, সাবেক সভাপতি সাজেদুর রহমান সবুজ, মাঝিড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন আলম, নিউ লাইফ এগ্ৰেভিট লিঃ ব্যবস্থাপনা পরিচালক আরমান হোসেন।
বক্তরা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়নে সাংবাদিক কল্যাণ সংস্থা বলিষ্ঠ ভূমিকা রাখবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা সমাজসেবা অফিস সহকারী জামিলুর রহমান, অত্র সংস্থার সহ-সভাপতি সরকার মুক্তা, সাংগঠনিক সম্পাদক আরাবিয়া আক্তার নিশু, কার্যকরী কমিটির সদস্য নাজিবুর রহমান মাসুম, হুমায়ুন কবির হিমু, সদস্য ডাঃ শাহীন আলম, গোলাম আযম শামীম, তৌফিক ইলাহী, শাহীন আলম, নাজিরুল ইসলাম, আব্দুল কাইয়ুম, সূচন্দন সরকার, সাংবাদিক মাইন উদ্দিন, নাহিদ প্রমুখ।
পরিচিতি সভা শেষে প্রীতি ভোজ আয়োজন করা হয়।