
সাঘাটায় প্রকল্প বিষয়ক অবহিতকরণ কর্মশালা
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটায় এসআরএসপি প্রকল্পের অবহিতকরণ কর্মশালা রোববার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সাঘাটা উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে বিশ্ব খাদ্য কর্মসূচীর সহযোগীতায় (বেসরকারি) সংস্থা সুশীলনের বাস্তবায়নে প্রকল্প অবহিতকরণ সভায় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মনোরঞ্জন বর্মণের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, প্রাণিসম্পদ অফিসার ডা: মোছা রেবা বেগম, সহকারী কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, সোনালী ব্যাংক বোনারপাড়া শাখা ব্যবস্থাপক মো: কামরুজ্জামান, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি সাদেক আলী, সুশীলনের প্রকল্প ব্যবস্থাপক আবু হাসান, উপজেলা প্রকল্প সমন্বয়কারী বুলবুল আহমেদ, ইউপি চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন, শাহিনুর ইসলাম সাজু, আমিরুল ইসলাম, লিয়াকত আলী খন্দকার, রফিকুল ইসলাম মন্ডল ও আহসান হাবীব লায়ন প্রমুখ।