
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বৃহস্পতিবার উল্লাপাড়ায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন উল্লাপাড়ার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি। কৃষি সম্প্রসারন অধিদপ্তর, উল্লাপাড়া এ মেলার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক বাবলু কুমার সূত্রধর, উপজেলা পরিষদ চেয়ারম্যান (অস্থায়ী) মনিরুজ্জামান পান্না, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, বর্তমান কৃষি ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়ন এখন উল্লেখ করার মতো। কৃষকদের বেশিরভাগ শিক্ষিত হওয়ায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি ক্ষেত্রে অসামান্য অবদান রেখে যাচ্ছেন। যার আংশিক চিত্র আমরা এবছর মেলা চত্বরে প্রদর্শন করেছি। কৃষির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা মেলায় এসে এ দৃশ্য দেখে অনুপ্রাণিত হবেন বলে তিনি মনে করেন। এবছর মেলায় মোট ২০টি স্টল স্থান পেয়েছে।