৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে ছাত্র আন্দোলনের সংগঠকের উপরে হামলার প্রতিবাদে মানববন্ধন

spot_img

তুর্য দাস, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ইমনদ্দোজা আহমেদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। রবিবার (১৮ আগস্ট) বিকালে সুনামগঞ্জ সদর মডেল থানার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থী নাহাত হাসান পৌলমী বলেন, শনিবার সন্ধ্যায় ইমনদ্দোজা উপর হামলার প্রতিবাদে এখানে দাঁড়িয়েছি। সুনামগঞ্জের মতো শান্তিপ্রিয় শহরে এরকম হামলা মানা যায় না। আমরা একটি রেস্টুরেন্টের সামনে দাড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ করে কয়েকজন এসে ইমনদ্দোজা উপর আক্রমণ চালায়। এসময় হামলাকারীরা আওয়ামী লীগের দালাল বলছিলো আমাদের। আমরা কোনো সময় কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলাম। পাঁচ আগস্টের পরে দেশ সংস্কারের কাজের সঙ্গেও যুক্ত রয়েছি। তবুও একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বিরুদ্ধে প্রচারণা করছেন। এমন পরিস্থিতিতে আমরা অনিরাপত্তায় ভোগছি।
শিক্ষার্থী তাজকিরা হক তাজিন বলেন, আমরা বারবার বলছি, এখানে কোনো দলের বিরুদ্ধে দাড়াই নি। আমরা নিজেরাও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। কিন্তু বারবার আমাদের রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত করে প্রচারণা চালানো হচ্ছে। গতকাল ইমনদ্দোজা উপর হামলা করা হয়েছে। এই অবস্থায় আমরা মেয়েরাও নিরাপদ নয়। যারা ইমনদ্দোজা উপর হামলা করেছে তাদের ভিডিও সিসিটিভি’র ফুটেজে এসেছে। প্রশাসন তাদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।
এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্থী মো. শফি। অন্যান্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শনিবার (১৭ আগস্ট) রাত ৮ টায় সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকার প্রিয়াঙ্গণ মার্কেটের সামনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জের অন্যতম সংগঠক ইমনোদ্দোজা আহমেদের উপর দুর্বৃত্তরা হামলা করেছে।
এরআগে শনিবার বেলা ১১ টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে শিক্ষার্থীদের পক্ষ থেকে করা সংবাদ সম্মেলনে ইমন আন্দোলনকারীদের পক্ষে বক্তব্য রাখেন। এসময় তিনি আন্দোলনের নামে কেউ যদি চাঁদাবাজি বা অনিয়ম করলে তাদের প্রশ্রয় না দেবার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ