
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যের দোকান মানুষের আস্তা উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের পুরাতন জেলরোড এলাকায় এই দোকানের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের পরিচালনায় দোকানটি পরিচালিত হবে।
এসময় তিনি বলেন, চাল ডাল তেল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্য ন্যায্য মূল্যে কিনতে পারবেন সাধারণ মানুষ। সামনে রমজান মাসে এই মাসে সাধারণ মানুষের সঠিকভাবে পণ্য ক্রয় করতে পারবে এখান থেকে। দোকানটি রমজান মাস ছাড়াও সবসময় চালু রাখা হবে।যাতে সাধারণ খেটে খাওয়া মানুষ সবসময় এখান থেকে কিনতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। বাজারের অন্য দোকানী থেকে কম মূল্য বিক্রি করা হবে প্রতিটি পণ্য।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ পরিচালক রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ,অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, কৃষি উপ পরিচালক বিমল চন্দ্র সোম সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।