৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে বাস মালিক ও শ্রমিকদের বিরোধ:দাবি না মানলে কর্মবিরতির আল্টিমেটাম শ্রমিকদের

spot_img

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের মালিকানাধীন শীতাতপ নিয়ন্ত্রিত মিনিবাস ‘নীলাদ্রি পরিবহন’ সুনামগঞ্জ- সিলেট সড়কে চলাচল করতে না দিলে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে শ্রমিক সংগঠনটি। আগামী ১৯ ফেব্রæয়ারির মধ্যে দাবি না মানলে, ২০ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতির ডাক দিয়েছে তারা।

মঙ্গলবার দুপুরে শহরের মল্লিকপুর নতুন বাসস্টেশন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে এই কর্মসূচির ঘোষণা দেন সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।

সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ফয়জুর নুর আহমেদর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হক’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- ট্রাক শ্রমিক সমিতির সভাপতি মোহাম্মদ আল আমিন কালা মিয়া, লেগুনা শ্রমিক সভাপতি মোহাম্মদ আবদুল খালিক, শ্রমিক কল্যাণের পৌর শাখার সভাপতি জসিম উদ্দিন প্রমূখ।

বক্তারা বলেন, শ্রমিকদের তিলে তিলে ঘাম জড়ানো সঞ্চয়ের টাকা দিয়ে একটি গাড়ি ক্রয় করা হয়েছে। এই গাড়িটি চলাচলে বাধা প্রদান করছে কতিপয় মালিক সমিতি। আমরা বলতে চাই, শ্রমিকরা এই দেশের চালিকাশক্তি, আমাদের আন্দোলন দেখিয়ে দেওয়া বা শেখানোর কোন সুযোগ নেই। আমরা আন্দোলন সংগ্রাম করেই টিকে আছি। আমরাই দেশের চালিকাশক্তি, তিলে তিলে ঘাম জড়ানো টাকায় কেনা গাড়িটি অবিলম্বে চলাচলের সুযোগ করে দেবার দাবী জানান তারা।

বক্তারা আরও বলেন, সুনামগঞ্জ মালিক সমিতি এবং সিলেট মালিক সমিতির সাথে বারবার বসার পরেও তারা আমাদের আবেদন আমলে নেন নি। সুনামগঞ্জ জেলার যে ছয়টি শ্রমিক ইউনিয়ন রয়েছে, এই ছয় ইউনিয়নের সমন্বয়ে আমরা সিদ্ধান্তে পৌঁছেছি, যে আগামী ২০ শে ফেব্রæয়ারি থেকে সুনামগঞ্জ জেলার সকল শ্রমিক ইউনিয়নের কোন শ্রমিকই পরিবহন চালাবে না। কোন শ্রমিককে ভয়ভীতি দেখানো হলে- আরও কঠোর কর্মসূচি, অর্থাৎ প্রয়োজনে অবরোধের কর্মসূচি দেওয়া হবে।

সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বললেন, নিলাদ্রী নামে সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস চালু আছে। এই নামে বাস চালাতে হলে যারা বর্তমান নিলাদ্রীর মালিকায় আছেন, অর্থাৎ জেলার চারটি বাস মালিক সমিতির কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে হবে। এখন গাড়ী এনে জোর করে নিলাদ্রী পরিবহন নাম দিয়ে একই সড়কে চালাতে চাচ্ছেন তারা। এটি সাংঘর্ষিক হবে। এধরণের আচরণও শোভন নয়। উদ্দেশ্যমূলকভাবে কয়েকজন শ্রমিক নেতা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ