৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সুন্দরবনে মৎস্য প্রজনন মৌসুমে চোরাই পথে মাছ ধরতে গিয়ে দস্যু বাহিনীর হাতে ১০জেলে অপহৃত

spot_img

বনবিভাগের অভিযানে দুইটি নৌকাসহ ১৮ বস্তা চিংড়ি শুটকি জব্দ

মোংলা প্রতিনিধি: সুন্দরবনে মৎস্য প্রজনন মৌসুমে চোরাই পথে মাছ আহরণ ও অবৈধভাবে শুটকি তৈরি করতে গিয়ে বনদস্যু বাহিনীর হাতে অপহৃত হয়েছে নৌকাসহ ১০জেলে। অপহৃতদের কাছে জনপ্রতি ১০ হাজার টাকা করে মুক্তিপন দাবি করেছে দস্যু করিম-শরিফ বাহিনী। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকা থেকে শনিবার বিকেলে নৌক ও শুটকিসহ চৌরাই পথে বনে প্রবেশকারী জেলেদের অপহরন করে সশস্ত্র দস্যু গ্রুপটি।সুন্দরবনের জেলে ও মৎস্য ব্যবসায়ীদের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে দস্যু গ্রুপকে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপন দিয়ে লোকালয় ফিরেছে মোংলার বকুলতলা গ্রামের জেলে অবজাল (৩২)। সে অবৈধভাবে বনে প্রবেশ ও মাছ শিকার করতে গিয়ে বনে দস্যুদের হাতে ৯দিন বন্দি থাকার পর গত শুক্রবার বিকেলে মুক্তি পায়। সুন্দরবন থেকে ফিরে আসা জেলে রামপালের শ্রীফলতলা গ্রামের আলম বলেন, তার সহযোগী জেলেরা মুক্তিপনের দাবিতে দস্যু গ্রুপটির হাতে জিম্মি রয়েছে। তিনি আরও জানান, কয়রা উপজেলার রাসেল (৩৫) নামের এক জেলে রয়েছে অপহৃতদের মধ্যে।

এদিকে সুন্দরবনে মৎস্য প্রজনন মৌসুম ঘিরে সংঘবদ্ধ মৎস্য দুর্বৃত্ত চক্র বেপরোয়া হয়ে উঠেছে। বনের নদী-খালে মৎস্য আহরণ নিষিদ্ধ থাকলেও এ চক্রের সদস্যরা বিষ প্রয়োগের দুর্বৃত্তয়ানে লিপ্ত রয়েছে। শনিবার দুপুর ২টায় বনবিভাগের স্মাট টহল টিমের সদস্যরা চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া সংলগ্ন বড় ডাবুর খালের মুখ থেকে অভিযান চালিয়ে ১৮ বস্তা চিংড়ি শুটকিসহ (প্রতি বস্তায় ২৫কেজি) ২টি নৌকা জব্দ করে। বনের অভয়ারণ্যের খালে বিষ প্রয়োগ করে এ মাছ আহরনসহ বনের কাঠ পুড়িয়ে শুটকি তৈরি করা হয় বলে জানা গেছে। জব্দ শুটকি মাছের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।

এ বিষয় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাকীন বিল্লাহ বলেন, নৌকাসহ শুটকি জব্দের ঘটনায় বন আইনে মামলা হয়েছে। রবিবার সকালে জব্দ শুটকি আদালতে সোপর্দ করা হয়েছে। সেখানে আদালতের নির্দেশনা অনুযায়ী উম্মুক্ত নিলামে বিক্রি করার কথা রয়েছে।

সুন্দরবনের চাঁদপাই স্টেশন কর্মকর্তা মিল্টন রায় বলেন, সুন্দরবনে অনুপ্রবেশকারী জেলে ও হরিণ শিকারি চক্রের তৎপরতা দমনে বনরক্ষীদের অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানের কারণে বনে অপরাধীদের আনাগোনা কমেছে বলেও জানান তিনি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ