
বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপা এলাকায় স্বপ্নপূরণ স্কুলে পাঁচশতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান।
এর আগে স্বপ্নপূরণ স্কুল এবং ইনস্টিটিউট অফ ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইডি) সহযোগিতায় ৬মাস ব্যাপি শিক্ষিকাদের দক্ষতা বৃদ্ধির ক্যাম্পেইন বিষয়ক সমাপনী অনুষ্ঠান হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বপ্নপূরণ স্কুলগুলোতে মান সম্মত পড়াশোনার পরিবেশ উন্নয়নকল্পে শিক্ষিকাদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
স্বপ্নপূরণ স্কুল প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানসম্মত শিক্ষার ব্যবস্থা করতে ২০১৩ সালে স্বপ্ন পূরণ স্কুল যাত্রা শুরু হয়। বর্তমানে বগুড়া শহর ছাড়াও প্রত্যন্ত অঞ্চলে ১৮টি শাখা স্কুল মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।
এ সময় স্বপ্নপূরণ স্কুলের পরিচালক মিজানুর রহমান সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,নারী উদ্যোক্তা তাহমিনা পারভীন শ্যামলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল আলম সজিব,মোশাররফ হোসেন সহ শিক্ষিকা,শিক্ষার্থী,অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা সোহাগীপাড়া স্বপ্নপূরণ শাখা স্কুল পরিদর্শন আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান।পরিদর্শন সময় শিক্ষার্থীদের পাঠ যাচাই শেষে উপদেশ মূলক আলোচনা করেন।