
নোয়াখালীর সেনবাগ উপজেলায় স্বামীর মৃত্যুর ১২ মিনিট পর মারা গেলেন স্ত্রীও। পরে দুজনকে পাশাপাশি কবরে শায়িত করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে উন্দানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয় বলে জানান কেশারপাড় ইউনিয়ন পরিষদের সদস্য আবু তালেব।
মৃত দম্পতি হলেন- উপজেলার কেশারপাড়া ইউনিয়নের উন্দানিয়া গ্রামের হাজী আব্দুজ জব্বার ভূঞা বাড়ির ছায়দুল হক (৬২) ও বিবি মরিয়ম (৫৫)। তাদের ছয় ছেলে ও তিন মেয়ে রয়েছে।
ইউপি সদস্য আবু তালেব বলেন, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ছায়েদুল হক বুক ব্যথা অনুভব করলে স্ত্রী মরিয়ম তাকে স্থানীয় কানকিরহাট বাজারে পল্লী চিকিৎসক রতন সূত্রধরের কাছে নিয়ে যান।
সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ছায়েদুল হককে মৃত ঘোষণা করা হয়। স্বামীর মৃতদেহ নিয়ে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন মরিয়ম। পথে ১০ থেকে ১২ মিনিটের মধ্যে ইজিবাইকে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে ইজিবাইক চালক দুজনের লাশ বাড়িতে নিয়ে যান।
স্বজনরা জানান, মরিয়ম ১০ বছর ধরে অন্ধ ছিলেন। তবুও স্বামীর প্রতি তার ভালোবাসা ও নির্ভরশীলতা ছিল অপরিসীম। জীবনের শেষ মুহূর্তেও সেই বন্ধন ছিন্ন হয়নি। স্বামীর শোকে স্ত্রীর এমন মৃত্যু এলাকাবাসীর হৃদয় ছুঁয়েছে।
দম্পতির ছেলে মো. মিজানুর রহমান বলেন, সকাল ৯টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মাকে দাফন করা হয়েছে। হঠাৎ একসঙ্গে মা-বাবাকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।