স্বৈরাচার
সুমাইয়া সিদ্দিকা
আমার দেশে ছিল যে এক
স্বৈরাচারী নারী,
আমার ভাইয়ের রক্ত দিয়ে
খেলতো সে যে ভারী।
রক্ত খেলায় খেলবে বলে
বলেছিল রাজাকার,
তাইতো আজ স্বৈরাচার
হয়েছে দেশান্তর।
রক্ত দিল সাঈদ, মুগ্ধ
কত শত যে বীর,
অশ্রু যেন আজো থামেনী
ফিরে গেলে সেই নীড়।
ভূলবোনা কখনো তোমাদের ভাই,
যতদিন মোরা পৃথিবীতে রই।
স্বৈরাচারের পতন হলো
শত শত তাজা প্রাণ গেল
বিনিময়ে অর্জিত হলো
"স্বাধীন বাংলাদেশ”।