
শাহিনুর ইসলাম প্রান্ত,
‘সকল বাধা পেরিয়ে, এগিয়ে যাবো একসাথে’ এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থীদের নিয়ে ‘নর্থল্যান্ড সাবেক শিক্ষার্থী পরিষদ’ এর কমিটি গঠন করা হয়েছে।
শনিবার ( ৬ এপ্রিল ) সন্ধ্যায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান শেষে স্কুল ক্যাম্পাসে ১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল কায়েশ হিরু ও নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের প্রকল্প পরিচালক মাহবুব উল আলমের উপস্থিতিতে গাজী সান্নিধ্যকে সভাপতি ও মোজাদ্দিদ শাশ্বতকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সভাপতি গাজী সান্নিধ্য বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে অসহায় ও দরিদ্র মানুষের সেবার মাধ্যমে সুন্দর ও সুখী সমাজ গড়ে তোলা। যে সমাজে থাকবে না অসহায় মানুষের আর্তনাদ, আর্থিক অভাবের কারনে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের ঝরে পড়া এবং চিকিৎসার অভাবে অকাল মৃত্যু। আমাদের সাধ্যের মধ্যে অসহায় ও দরিদ্রতাদের সার্বিক সহযোগিতা এই সংগঠন থেকে করে যাবো।