------------------------------------
হামদর্দ ইউনানী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বগুড়া -এর "ইউসুফ হারুন অডিটরিয়ামে" দুই দিন ব্যাপী "চিকিৎসক প্রশিক্ষণ কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে।
সম্মানিত পরিচালক বিপণন, মোঃ শরিফুল ইসলাম স্যার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামদর্দ ফাউন্ডেশন এর সম্মানিত পরিচালক, লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী ও উপ-পরিচালক মেডিকেল, ডাঃ আবুল তৈমুর চৌধুরী। প্রশিক্ষণ প্রদান করেন ইউনানী চিকিৎসা বিজ্ঞান এর গবেষক ডাঃ এস এম রইস উদ্দিন (ভিজিটিং ফ্যাকাল্টি, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ) সিনিয়র লেকচারার, ইউনিভার্সিটি অব কলম্বো, শ্রীলংকা।
ডাঃ মনোয়ার হোসাইন কাজমী, প্রফেসর এন্ড একাডেমিক চেয়ার, হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশ, মিনিস্ট্রি অব আয়ুস, ইন্ডিয়া।অতিথিবৃন্দ হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়া পরিদর্শন করেন ও শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং কলেজ ক্যাম্পাসে ঔষধি উদ্ভিদ রোপণ করেন।