
হ্যাকারের কবলে জনপ্রিয় অনুসন্ধানীমূলক চ্যানেল এম,কে,কে,এস মাল্টিমিডিয়া,থানায় অভিযোগ
ধুনট (বগুড়া) প্রতিনিধি: জনপ্রিয় ফেসবুক পেজ এম,কে,কে,এস মাল্টিমিডিয়া চ্যানেলটি হ্যাকারের কবলে পড়েছে। এ ঘটনায় চ্যানেলটির মালিক সাংবাদিক খাইরুল কবির সোহাগ ধুনট থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করে।
বৃহস্পতিবার বিকেলে চ্যানেলটির মালিক সাংবাদিক খাইরুল কবির সোহাগ হ্যাকিংয়ের তথ্য নিশ্চিত করে জানান, আমি এম,কে,কে,এস মাল্টিমিডিয়া চ্যানেলটির মাধ্যমে বগুড়ার ধুনট উপজেলার বিভিন্ন সময়ে ঘটে যাওয়া সমসাময়িক সংবাদ, ধুনটের ঐতিহ্য, অনুসন্ধানমূলক সংবাদ সহ দেশে ঘটে যাওয়া আলোচিত ঘটনা গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের মাঝে তুলে ধরি। অনেকে ভালো কাজের জন্য বাহবা দেয়। অনেক সময় অনুসন্ধান মূলক সংবাদ প্রচারের জন্য অনেকের রোষানলেও পড়তে হয়। আমার চ্যানেলে আলোচিত অনেক সংবাদ নিয়ে আলোচনা সমালোচনা হয়। আমি জানি সব স্থানেই ভিন্নমতের মানুষ রয়েছে। ভিন্নমত থাকবেই এর মধ্যে থেকে এগিয়ে যেতে হবে। আমি ধারাবাহিক ভাবে ধুনটের সংবাদ প্রচার করার ফলে বেশ জনপ্রিয় হয়ে উঠি। হঠাৎ গত কয়েক মাস আগে আমার এম,কে,কে,এম মাল্টিমিডিয়া চ্যানেলটিতে হেটার্সরা রিপোর্ট করে। ফলে চ্যানেলটির রিচ ডাউন হতে থাকে। পরে আমি এম,কে,কে,এস লাইভ নামে আরেকটি চ্যানেল চালু করি এবং এম,কে,কে,এস মাল্টিমিডিয়া চ্যানেলটি আপাতত বন্ধ রাখি। গত কয়দিন আগে ধুনটের ঝংকার সিনেমা হলে লিপস্টিক সিনেমার নায়িকা পূজা চেরী ছবির প্রদর্শন করে দর্শকদের সাথে বসে ছবি দেখে ও টিকিট কেনার বিনিময়ে বিরিয়ানি ফ্রি দেয়ার প্রোগ্রামটি পুনরায় এম,কে,কে,এস চ্যানেলটিতে প্রচার করি। মুহুর্তের মধ্যে ভিডিও টি ভাইরাল হলে চ্যানেলটি পুনরায় রিচ ফিরে পায়। পরে বৃহস্পতিবার বিকেলে চ্যানেলটিতে প্রবেশ করতে গেলে দেখা যায় চ্যানেলটি অন্য কেউ নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে হ্যাকিংয়ের কবলে পড়া এম,কে,কে,এস মাল্টিমিডিয়া চ্যানেলটিতে হ্যাকাররা বিভিন্ন অসামাজিক ভিডিও পোস্ট করছে। আমি দর্শক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপন দাতা সহ সকলকে সতর্ক থাকার অনুরোধ করছি। এ বিষয়ে ধুনট থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে বলেও জানান তিনি।