৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেল বাংলার মেয়েরা

spot_img

এসবি ক্রীড়া ডেস্ক : টুর্নামেন্টের হিসাবে ৪ টি, ম্যাচের হিসাবে ১৬ আর সময়ের হিসাবে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের দেখা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ (৩ অক্টোবর) ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

শারজাহ্ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান তুলতে সক্ষম হয় বাংলার মেয়েরা। দলের পক্ষে সোবহানা মোশতারি সংগ্রহ করেন ৩৮ বলে ৩৬ রান এবং সাথি রানী সংগ্রহ করেন ৩২ বালে ২৯ রান। স্কটিশদের পক্ষে হরলি শিকার করেন তিনটি উইকেট।

১২০ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১০৩ রান তুলতে সক্ষম হয় স্কটিশ নারী দল। দলের পক্ষে ব্রাইস সংগ্রহ করেন ৫২ বলে অপরাজিত ৪৯ রান। বাংলাদেশের পক্ষে রিতু মনি শিকার করেন দুইটি উইকেট। মারুফা, নাহিদা, রাবেয়া এবং ফাহিমা শিকার করেন একটি করে উইকেট।

বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১৫ রান খরচায় ২ উইকেট নেওয়া রিতু মনি জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার।

উল্লেখ্য ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ করে বাংলাদেশ। সে আসরেই দুইটি জয় তুলে নেয় বাংলার মেয়েরা। চার টুর্নামেন্ট, ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় জয় পেলো নিগার সুলতানাদের দল।

সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ