ভোলার চরফ্যাশন ও মনপুরায় অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া। এছাড়াও চরফ্যাশন এবং মনপুরার একাধিক মসজিদে আর্থিক অনুদান দিয়েছেন তিনি।
গত ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে ১০ হাজার মানুষের চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। অত্যাধুনিক মেশিনে রোগীদের চোখ পরীক্ষা, ঔষুধ ও চশমা বিতরণের পাশাপাশি ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়েছে। ছানি বাছাইকৃত রোগীদের পর্যায়ক্রমে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।
বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ছিদ্দিক উল্লাহ মিয়া এ সময় চরফ্যাশন ও মনপুরার উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ, পথসভা ও একাধিক মসজিদে আর্থিক অনুদান প্রদান করেন।
তিনি বলেন, আমি মনপুরা ও চরফ্যাশনবাসী ভালোবাসায় সিক্ত হয়েছি। আমি সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করি। আপনাদের যেকোন প্রয়োজনে জানালে আমাকে পাশে পাবেন, ইনশাআল্লাহ। এ সময় তিনি দৃঢ়ভাবে বলেন, চরফ্যাশন ও মনপুরায় সন্ত্রাস চাঁদাবাজ মাদক ও দুর্নীতিবাজের জায়গা হবে না।
ছিদ্দিক উল্লাহ আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি এই আসন থেকে আমাকে মনোনয়ন দেন তাহলে আগামী দিনের চরফ্যাশন-মনপুরা হবে উন্নয়নের মডেল।