
মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী ১৯ তারিখের পথযাত্রাকে সফল করতে বগুড়ার শাজাহানপুরের দুবলাগাড়ী হাট এবং উপজেলার প্রাণকেন্দ্র মাঝিড়া বন্দরে লিফলেট বিতরণ করেছে শাজাহানপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। (১৭ আগষ্ট) বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধা পর্যন্ত এসব এলাকায় লিফলেট বিতরণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি-এনামুল হক শাহিন, সাধারণ সম্পাদক-আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহিন সানি, উপজেলা ছাত্রদলের সভাপতি-আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব- হাসান আকন্দ, শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবহান পুটু, উপজেলা বিএনপির সহ প্রচার সম্পাদক -মোঃইবনে সাউদ ,সহ দপ্তর -মোঃ রেজাউল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে।এই ভোট চোর সরকারের হাতে দেশের গনতন্ত্র আজ হুমকির মুখে ।মানুষ তার নিজের ভোট পছন্দের ব্যক্তিকে দিতে পারছে না, ভোট কেন্দ্রে যাওয়ার আগেই আওয়ামী লীগের পা চাটা চামচারা আগেই ভোট নিয়ে নিচ্ছে । সাধারণ জনগণ ভোট কেন্দ্রে গিয়ে দেখছে তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে । মানুষের কথা বলার অধিকার হরণ করা হয়েছে । সত্যকথা বললেই আজ জেলে যেতে হয় । তাই এই যালেম সরকারের হাত থেকে দেশকে বাচাঁতে ঔক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী ১৯ তারিখের পথযাত্রাকে সফল করতে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মাঠে থেকে কাজ করছে ।