৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

২০ টাকার নৌকা ভাড়া ৮০ টাকা!

spot_img

২০ টাকার নৌকা ভাড়া ৮০ টাকা!
সুনামগঞ্জ-তাহিরপুরে সরাসরি যান চলাচল বন্ধ /ভোগান্তি টাঙ্গুয়াগামী পর্যটকদের

সুনামগঞ্জ প্রতিনিধি

টানা তৃতীয় বারের মতো তলিয়েছে সুনামগঞ্জ তাহিরপুর সড়কের কয়েকটি অংশ। এতে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। এই সুযোগে ওই পথ দিয়ে দেশের অন্যতম পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওরে আসা পর্যটকদের পাড়াপাড় করতে নৌকা ভাড়া বেশি নিচ্ছে স্থানীয়রা। গতকাল থেকে আজ(১৩ জুলাই) পর্যন্ত এই পথে হাজারো পর্যটককে ২০ টাকার ভাড়া ৮০ টাকা কোন কোন ক্ষেত্রে আরও বেশি গুনতে হয়েছে। রিজার্ভ নিতে চাইলেও কাবু করে টাকা আদায় করা হচ্ছে।

শুক্র-শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় তাহিরপুরে পর্যটকদের উপস্থিতি বেশি থাকে। এসময় সড়কে পানি ওঠার সুযোগে অতিরিক্ত ভাড়া নিচ্ছে এরা।

ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে গত এক মাসের মাঝেই তৃতীয়বারের মতো তলিয়েছে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক। শুক্রবার বিকেলে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে পানি বাড়ায় পর্যটন উপজেলা তাহিরপুরের সঙ্গে জেলা শহরের সরাসরি যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভেঙে ভেঙে যানবাহন পরিবর্তন করতে করতে যেতে হয়েছে পর্যটকদের। এতে পর্যটকরা ভোগান্তির শিকার হয়েছেন । সুনামগঞ্জ থেকে তাহিরপুরে মোটরসাইকেল করে যেতে খরচ করতে হয় দেড়শ টাকা। সড়কের শক্তিয়ারখলা অংশে পানি উঠায় এখানে চলছে ফেরি নৌকা। এখানেও ২০ টাকার স্থলে ৮০ টাকা দিতে হচ্ছে। এছাড়াও এই সড়কের আনোয়ারপুর অংশেও পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ যান চলাচল। ফেরি নৌকা করে পার হতে হচ্ছে। এখানেও অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের।
শুক্রবার সরেজমিনে এসব এলাকায় গিয়ে দেখা যায়, পর্যটকদের উপচে পড়া ভিড়। বড় দলে গঠন করে যারা এসেছেন, তারা সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিক্সা করে শক্তিয়ারখলা অংশে আসছেন। এখানে জনপ্রতি একশ থেকে দেড়শ টাকা গুণতে হচ্ছে। এখান থেকে অনেকে বড় নৌকা ভাড়া করে আনোয়ারপুরে চলে আসছেন। এক্ষেত্রে নৌকা রিজার্ভ করতে সর্বোচ্চ দুই হাজার পর্যন্ত দিতে হয়েছে। আবার আনোয়ারপুর থেকে তাহিরপুর যেতে সিএনজি, ব্যাটারি চালিত অটোরিক্সার ভাড়া জন প্রতি ৩০ থেকে ৫০ টাকা গুণতে হচ্ছে।

রাজধানী ঢাকা থেকে আসা পর্যটক রিমন বলেন, আমরা বৃহস্পতিবার রাতের বাসে ঢাকা থেকে ২০ জন একসঙ্গে তাহিরপুরে ঘুরতে এসেছি। এখনও পথে রয়েছি। সুনামগঞ্জ থেকে সরাসরি যেতে পারছি না তাহিরপুরে। ভেঙে ভেঙে একাধিক পরিবহন পরিবর্তন করতে হয়েছে। অতিরিক্ত ভাড়াও দিতে হয়েছে।

জামালপুরের পর্যটক মো. সিপন বললেন, দুর্যোগের সুযোগে পরিবহনের চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। সিন্ডিকেট করে ভাড়া বৃদ্ধি করেছেন। আমরা যেহেতু এতোদূর থেকে এলাম, তাই বেশি টাকা লাগলেও তাহিরপুরে যেতেই হবে।

নৌকা চালক মো. জসিম উদ্দিন স্বীকার করলেন অতিরিক্ত ভাড়া আদায়ের কথা। তিনি বললেন, জনপ্রতি যাত্রীদের কাছ থেকে ৮০ টাকা করে আদায় করছি। শক্তিয়ারখলা থেকে আনোয়ারপুর আসতে অনেক সময় লাগে। তাই ভাড়াও বেশি।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান বললেন, বিষয়টি নিয়ে সন্ধ্যায় থানার ওসি’র সঙ্গে কথা বলেছি। ওসিকে বলেছি, ওখানে গিয়ে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে ন্যায্য ভাড়া নির্ধারণ করে দেব। যারা সেই অনুযায়ী ভাড়া নেবে, তারা কেবল যাত্রী পাড়াপাড় করতে পারবে। অন্যরা যারা বশি নিতে চাইবে, তারা এখানে যাত্রী পাড়পাড় করতে পারবে না।

এদিকে ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে আবারও নদীর পানি বাড়ছে। গত ২৪ ঘন্টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে কখনও বাড়ছে কখনও কমছে। গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ১৫৫ ও ভারতের চেরাপুঞ্জিতে ১৬০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬ টার তথ্যমতে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা সকাল ৯ টায় ৩০ সেন্টিমিটার উপরে ছিলো। গত ৯ ঘন্টায় ২৩ সেন্টিমিটার পানি কমেছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন রোর্ডের নির্বাহী প্রকৌসলী মামুন হাওলাদার বলেছেন, গেল ২৪ ঘণ্টার মতই আগামী ৭২ ঘণ্টা সুনামগঞ্জ ও উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। এতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও কোথাও কোথাও অবনতি হতে পারে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ