
রাব্বি ছৈয়াল
শরীয়তপুর প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা জামায়াতের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা আমীর অধ্যক্ষ আব্দুর রব হাসেমী।
সঞ্চালনায় করেন জেলা সহকারী সেক্রেটারি শহীদুল ইসলাম। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা নায়েবে আমীর কে. এম. মকবুল হোসাইন, শরীয়তপুর সদর উপজেলা আমীর মাওলানা বেলাল হোসাইন, পৌর আমীর মীর আব্দুল জব্বার প্রমুখ।
বক্তারা বলেন, “জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিতকরণ, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনসহ ঘোষিত ৫ দফা দাবি অবিলম্বে মেনে নিতে হবে। অন্যথায় দেশজুড়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশ শেষে শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পালং উত্তর বাজারে গিয়ে শেষ হয়।
এছাড়া শরীয়তপুর জেলার সকল উপজেলা ও থানা শাখায় কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালিত হয়েছে।