বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি, শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টায় উপজেলার মাঝিড়া বাসস্ট্যান্ডের মহাসড়কের পূর্ব পাশে এ কর্মসূচি পালিত হয়।
সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওহাব মিলনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি নুরুল ইসলাম মিলন, কোষাধ্যক্ষ আব্দুল হাই, প্রচার সম্পাদক মনিরুজ্জামান রায়হান প্রমুখ।
বক্তারা বলেন, ঔষধ ব্যবসায়ীরা নানা সমস্যার মধ্য দিয়ে ব্যবসা পরিচালনা করছেন। তাই অবিলম্বে তাদের ৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে— ১. ঔষধ বিক্রির কমিশন বৃদ্ধি,
২. মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত ফেরত ও প্রতিস্থাপন ব্যবস্থা,
৩. ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে কোম্পানির ঔষধ সরবরাহ বন্ধ,
৪. সকল ঔষধের মূল্য সরকার নির্ধারণ,
৫. প্রশাসনের অযথা হয়রানি বন্ধ।
বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।