শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আমলে গুম, খুন ও হত্যার বর্ণনা দিয়ে বগুড়ার জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, আমরা এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে সতেরো বছর নিরবচ্ছিন্ন ভাবে লড়াই করেছি। এই লড়াইয়ে আমরা আমাদের ইলিয়াস আলীসহ ৭‘শ নেতাকর্মীকে হারিয়েছি। যাদের গুম করা হয়েছে। ৩ হাজার নেতা কর্মীকে খুন করেছে এই ফ্যাসিস্ট হাসিনা।
রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার শেরপুর পৌর বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত সরকারের দোসররা বিদায়ের পর এখনো চক্রান্ত করছে মন্তব্য করে তিনি বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে বিদায় হয়েছে। কিন্তু বিগত হাসিনা সরকারের প্রেতাত্মা ও দোসররা এখনো এই ঘাপটি মেরে বসে আছে। এখনো তারা ষড়যন্ত্র করছে।
অর্ন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরা তাদেরকে যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময়ের মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচন চাই আমরা। আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট কায়দায় জনগণের যে ভোটাধিকার কেড়ে নিয়েছিল, জনগণের সেই মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই।
সমাবেশে বগুড়ার বিএনপির সাবেক উপদেষ্টা বহিষ্কৃত নেতা জানে আলম খোকার বহিষ্কারাদেশ প্রত্যাহার করার স্লোগান উঠলে জেলা সভাপতি বলেন, আপনাদের দাবি আমরা পৌঁছে দিবো। এই রাজপথে খোকাও আন্দোলন করেছেন। আমরা চাইনা তাকে ছাড়া আমরা রাজনীতি করি। মানুষ মাত্রই ভুল করে।
কর্মী সমাবেশে শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, জাহাঙ্গীর আলম, আবু হাসান, সরকার মকুল, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, নাজমা আক্তার, হাবিবুর রশীদ সন্ধ্যান, এম আর হাসান পলাশ প্রমুখ।