
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগান কে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শাজাহানপুর এর
আয়োজনে ‘দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-ফাইনাল রাউন্ড গতকাল রোববার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
দু’দিনব্যাপী এ প্রতিযোগিতায় রাণীরহাট উচ্চ বিদ্যালয় কে হারিয়ে বড়পাথার উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অপরদিকে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন রাণীরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির
শিক্ষার্থী রুবাইয়া আক্তার। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম শফিকুত তারিক, শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম, দুদক বগুড়া জেলা কার্যালয়ের কোর্ট ইন্সপেক্টর জাহিদুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা দুপ্রক সভাপতি বীরমুক্তিযোদ্ধা নীরেন্দ্র মোহন সাহা। মডারেটর ও বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন, একাডেমিক সুপারভাইজার আমিরুল ইসলাম, দুবলাগাড়ী ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক শামছুর রহমান। উপজেলা দুপ্রক’র সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সবুজের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বড়পাথার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কোব্বাত হোসেন, রাণীরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় সরকারি চাঁচাইতারা-মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়, মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়, সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়, রাণীরহাট উচ্চ বিদ্যালয়, বড়পাথার উচ্চবিদ্যালয়, ডেমাজানী শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয়, চোপীনগর উচ্চ বিদ্যালয় এবং গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজসহ মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।