
মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ খাইরুল ইসলাম (৪০) নামে এক স্কুল শিক্ষক গুরুতর আহত হয়েছেন। আহত হয়েছেন তার সঙ্গে থাকা দুই সন্তানও। ঈদের দিন শনিবার (৭ জুন) দিবাগত রাতে বগুড়াগামী পথে গোবিন্দগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তারা গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত খাইরুল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ৭নং রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে। এবং শাজাহানপুর উপজেলার চোপীনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
খাইরুল ইসলামের মামাতো ভাই ও রামজীবন ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজালাল সরকার জানান, শনিবার ঈদের নামাজ শেষে খাইরুল ইসলাম তার দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে বগুড়ার উদ্দেশ্যে রওনা হন। রাতের দিকে গোবিন্দগঞ্জ সড়কে পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়েন তারা। এতে খাইরুল ইসলাম মারাত্মক আহত হন এবং তার সন্তানরাও আঘাতপ্রাপ্ত হয়।