
বগুড়ার শাজাহানপুরে হত্যা, বিস্ফোরক ও অস্ত্র আইনের মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মুবতাসিম ফাহিম (২৩)।
জানা গেছে, মঙ্গলবার (১১ জুন) রাত ২টা ২০ মিনিটে নিজ বাড়ি রাধানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার পিতা একেএম রফিকুল ইসলাম ওরফে কালাম মাস্টার এবং মাতা মাসুদা বেগম।
তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা নং-০১, তারিখ- ১ নভেম্বর ২০২৪, জিআর নং-৩২৪/২০২৪, দায়ের রয়েছে। মামলাটি arms act 1878 এর ১৯A ধারা, দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩৪১/৩২৪/৩০৭/৩০২/১১৪ ধারা এবং Explosive Substances Act 1908 এর ৩/৪ ধারায় রুজু হয়।
শাজাহানপুর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।