বগুড়ার ধুনট উপজেলায় ঘরে ঢুকে অশীতিপর বৃদ্ধর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বায়জিদ হোসেন (৩২) নামে এক কৃষি শ্রমিকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ বাদি হয়ে বায়জিদ হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। বায়জিদ হোসেন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি দিদারপাড়া গ্রামের হামিদুল ইসলাম।
মামলা সূত্রে জানা যায়, উপজেলায় চালাপাড়া গ্রামের এক যুবতির প্রায় ৭ বছর আগে রাঙ্গামাটি দিদারপাড়া গ্রামের অশীতিপর এক বৃদ্ধর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই রাঙ্গামাটি গ্রামের বায়জিদ হোসেনের ওই বৃদ্ধর স্ত্রীর ওপর কূদৃষ্টি পড়ে। বৃদ্ধর শারীরিক অক্ষমতার সুযোগে ওই গৃহবধূকে বিয়ের প্রলোভনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে বায়জিদ। এক পর্যায়ে বায়জিদ মেয়েটির সাথে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক চালিয়ে যায়।
এ অবস্থায় বৃদ্ধ বাড়িতে না থাকার সুযোগে মঙ্গলবার রাতে ১টায় বায়জিদ ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করে। এ সময় প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে বায়জিদকে আটকের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ বাদি হয়ে বুধবার রাতে বায়জিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। এ ঘটনায় পর থেকে ভুক্তভোগী ওই গৃহবধূ বাবার বাড়িতে অবস্থান করছে এবং বায়জিদ হোসেন পলাতক রয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।