শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগ নেতা ও দলিল লেখক সমিতির সভাপতি আরিফুর রহমান সোহেল ও রিপন এবং স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইনসান আলীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (২১ জুলাই) রাতের এক অভিযানে বগুড়া শহর ও শেরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে ডিবি সূত্রে জানা গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কী ধরনের মামলা বা অভিযোগ রয়েছে, তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্রশাসন।
ডিবি পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
উল্লেখ্য, গ্রেফতারকৃতদের মধ্যে আরিফুর রহমান সোহেল শাজাহানপুর উপজেলার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত। এছাড়াও তিনি উপজেলা দলিল লেখক সমিতির একাংশের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।