
বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।
শনিবার (১৬ আগষ্ট) বেলা ১২টায় তিনি কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে তিনি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনাজ পারভীন, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, স্বাস্থ্য পরিদর্শক শহিদুল ইসলাম, মেডিক্যাল টেকনোলজিস্ট হাসিনা খাতুন, বিএনপি নেতা হারেজ উদ্দিন, মঞ্জুরুল কাদের মন্টু, আতাহার আলী কাইয়ুম, রফিক, শ্রমিক নেতা বাবলু মন্ডলসহ অনেকে।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ সময় উপস্থিত ছিলেন।