৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

দুর্নীতি রোধে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে নিয়োগে বড় পরিবর্তন

spot_img

সরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে আর কোনো ভূমিকা থাকবে না পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটির। এখন থেকে এসব প্রতিষ্ঠানে শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত কর্মচারী পদে নিয়োগ দেবে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত নতুন সুপারিশ কমিটি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন বিভাগের সচিব রেহানা পারভীন।

পরিপত্রে বলা হয়েছে, শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত কর্মচারী পদে নিয়োগের সুপারিশ কমিটির সভাপতি হবেন সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক। সদস্য হিসেবে থাকবেন ওই জেলার সবচেয়ে পুরোনো সরকারি কলেজের অধ্যক্ষ বা তাঁর প্রতিনিধি, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের একজন প্রতিনিধি (পরিদর্শকের নিচে নয়), এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বা সহকারী পরিচালক। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তা।

নিয়োগ সুপারিশ কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রস্তুত এবং নিয়োগের সুপারিশ করবে। প্রয়োজনে মৌখিক পরীক্ষার সময় একাধিক বোর্ড গঠন করা যাবে। জেলা প্রশাসকের প্রতিনিধির নেতৃত্বে নবম গ্রেডের নিচে নয় এমন তিন সদস্য বিশিষ্ট বোর্ড এই দায়িত্ব পালন করবে।

এর আগে এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সুপারিশ কমিটি গঠিত হতো পরিচালনা পর্ষদের সভাপতির নেতৃত্বে। এ কারণে দীর্ঘদিন ধরে নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। নতুন নির্দেশনায় সেই প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এলো।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ