
বগুড়া শাজাহানপুরের ডেমাজানী ঐতিহ্যবাহী কাচারী বাড়িতে আমরুল ইউনিয়ন ভূমি অফিস নির্মাণে বাধা প্রদান ও স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মঙ্গলবার বিকেল ৪টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সরকারি কমর উদ্দিন ইসলামিয়া কলেজের অধ্যক্ষ এ কে এম শফিকুত তারিক মাসুমের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানী, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজা, অধ্যাপক অরুন কুমার সরকার, সহকারী অধ্যাপক মহাতাব উদ্দিন সন্টু, থানা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন, কুন্দইশ গ্রামের বাদশা মিয়া, ডেমাজানী গ্রামের জামাল উদ্দিন মোল্লা, ডাক্তার মেহেরুল আলম মিশু, থানা জাসাসের সাধারণ সম্পাদক মোল্লা রানা, কুন্দইশ গ্রামের মনোয়ার হোসেন টোটন, ডেমাজানী গ্রামের এম.আর. মানিক, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও পরানবাড়িয়া গ্রামের জাহিদুল ইসলাম, মাড়িয়া গ্রামের জহুরুল ইসলাম মাস্টার, ফুলকোট গ্রামের আরিফ সরকার টিয়া ও সাইফুল ইসলাম, গোবিন্দপুর গ্রামের আ. রহিম মিন্টু এবং রাধানগর গ্রামের আব্দুল হামিদসহ অনেকে।
বক্তারা বলেন, ১৮২৩ সালে নওগাঁর বলিয়ার জমিদার রাজা কর্তৃক প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই কাচারী বাড়ি আমরুল ইউনিয়নের ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষ্য বহন করে। সরকারি নির্ধারিত এই স্থানে ভূমি অফিস নির্মাণের উদ্যোগকে ব্যাহত করতে কিছু স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা ব্যক্তিস্বার্থে অন্যত্র অফিস স্থানান্তরের পাঁয়তারা করছে, যা এলাকাবাসী কখনোই মেনে নেবে না।
বক্তারা আরও জানান, এর আগেও এখান থেকে অগ্রণী ব্যাংকের শাখা স্থানান্তর করা হয়েছিল, যা ছিল অন্যায্য সিদ্ধান্ত। তারা দাবি করেন, ৯৮ শতাংশ সরকারি জমি এই এলাকায় অবস্থিত, তাই নির্ধারিত স্থানে ভূমি অফিস নির্মাণ ছাড়া অন্য কোথাও স্থানান্তর করা গ্রহণযোগ্য নয়।
সচেতন ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সরকারি নির্ধারিত স্থানে ভূমি অফিস নির্মাণের জোর দাবি জানান।