টাঙ্গাইলের সখীপুরে একই মায়ের গর্ভে ৬ সন্তানের জন্ম হয়েছে। ৬ সন্তানের জনক প্রবাসী ফরহাদ মিয়ার স্ত্রী সুমনা আক্তার।
বৃহস্পতিবার (১১ই এপ্রিল) উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা কড়ইচালা এমন বিরল ঘটনা ঘটে।
প্রবাসী ফরহাদ মিয়ার মামা শাজাহান মিয়া বলেন, ‘সুমনা প্রায় ৫ মাস ধরে অন্তঃস্বত্ত্বা। ঈদের দিন সকালে হঠাৎ প্রচণ্ড পেটে ব্যথা অনুভব করলে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সুমনার অবস্থা অবনতি হলে, তাকে দ্রুত মির্জাপুর কুমুদিনী হাসপাতালে প্রেরণ করা হয়।
কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তারি পরীক্ষা শেষে সুমনার পেটে ৬ বাচ্চা বিষয়টি নিশ্চিত হন। পরে নরমাল ডেলিভারিতে ৪টি মেয়ে ও ২টি ছেলে প্রসব করানো হয়। তবে ওই ৬ সন্তান কেউই বেঁচে নেই।’