
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ সজীব হোসেন।
৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শুক্রবার ২:৩০ মিনিট বাংলাদেশ জাতীয় দল বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়।
রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম।
এ সময় সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম বলেন বিএনপি একটি গণতান্ত্রিক দল দেশবাসীর সহযোগিতায় তারেক রহমান ও খালেদা জিয়ার নির্দেশনায় ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
এ শোভাযাত্রা শুরুর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ হবে। এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোভাযাত্রার উদ্বোধন করবেন।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে বেলা দুইটায় সংক্ষিপ্ত সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।