৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সড়কে শৃঙ্খলা ফেরাতে বগুড়ায় হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা

spot_img

 

বগুড়ার মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে থ্রি হুইলার মালিক ও চালকেদের সঙ্গে মতবিনিময় সভা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প। মঙ্গলবার দুপুর ১২টায় শাজাহানপুর থানার মাঝিড়া ইউনিয়ন পরিষদে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পুলিশ উপ পরিদর্শক (নিরস্ত্র) মো. নুর হোসেন সঞ্চালনায় থ্রি হুইলার মালিক ও চালকদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শন (নিরস্ত্র) মো. আজিজুল ইসলাম। এছাড়াও তিনি থ্রি হুইলার চালকদের বিভিন্ন সমস্যার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন ও সমাধানের জন্য উর্ব্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দেন।

এসময় ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শন (নিরস্ত্র) মো. আজিজুল ইসলাম থ্রি হুইলার চালকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের গাড়ি চালানোর জন্য সরকার মহাসড়কের সার্ভিস লেন করে দিয়েছে। মহাসড়কে থ্রি হুইলার চালানোর সময় অবশ্য মহাসড়ক পরিহার করে সার্ভিস লেন ব্যবহার করবেন।’ এছাড়াও যততত্র সিএনজি পার্কিং না করারও পরামর্শ দেন তিনি।

মতবিনিময় সভায় শাজাহানপুর থানার থ্রি হুইলার মালিক ও চালকরা ছাড়াও প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও শিক্ষক মাইনুল ইসলাম সরকার, সংবাদ বুলেটিনের প্রকাশক মোঃ মুঞ্জুরুল ইসলাম রিপন, সাংবাদিক এসে এ সবুজসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ