৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আদিবাসীদের উপর হা’ম’লার প্রতিবাদে ববি ছাত্রদলের বি’ক্ষোভ মিছিল |

spot_img

 

ববি প্রতিনিধি

আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে। এছাড়া, ঢাকায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে আন্দোলনরত আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রদল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এদিকে, ঢাকায় আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। জাতীয় নাগরিক কমিটি এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে।

এছাড়া, সচিবালয়ের সামনে আদিবাসী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জে ৬ শিক্ষার্থী ও ১ পথচারী আহত হয়েছেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিক্ষোভ মিছিল করেন বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয় গ্রাউন্ড ফ্লোর ভিসি গেইট দিয়ে এসেছে শেষ হয়।এ সময় বইসা বিশ্ববিদ্যালয় ছাত্রদল হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে

কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারন সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি
বলেন,
’‘একটা দেশ তখনই উন্নত হবে যখন সেই দেশের ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীকে তারা স্বীকৃতি দেবে। যদি স্বীকৃতি দিতে না পারে, অন্তত তাদের প্রতি শ্রদ্ধাবোধ রাখবে। কারও অনুভূতিতে অন্তত আঘাত করা হবে না।যারা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তাদের নিন্দা ও ধিক্কার জানানোর ভাষা আমার নাই। একজন নারীর মাথায় ১২ টি সেলাই, লাঠিতে পতাকা বেধে এ হামলা পুরো দেশের ঐক্য ও শান্তির ওপর হামলার প্রয়াশ তাদের অবিলম্বে গ্রেফতার করা হোক।”

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদের সাবেক সদস্য আরিফ হোসেইন শান্ত বলেন,

‘আমার বোন রাস্তায় মরে, পুলিশ-প্রশাসন কী করে?’, ‘‘মিছিলে হামলা করে ইন্টেরিম কী করে’, ‘১৫ জুলাই থেকে ১৫ জানুয়ারি তফাৎ কোথায়?’, আমরা গনতান্ত্রিক বাংলাদেশে, সকলে বাংলাদেশী হিসাবে নিরাপত্তার সাথে মতপ্রকাশ করতে চাই৷
সময় উপস্থিত ছিলেন
ইসলাম আরিফ, আজমাইন সাকিব , মাহমুদ ইমরান,মো: আব্দুল্লাহ নূর কাফি,জিয়াদুর রহমান,এ আরাফাত, ওসমান সাকিব, মো: রিফাত মাহমুদ, মো: সাজ্জাদ হোসেন,মো: মিরাজ,মো: সাকিব মিয়া ,সায়মন,তাহমিদ হক মামুন রতন, জাফর, আলভী, নাহিদ, প্রমুখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ