
মোংলা সংবাদদাতা: মহান বিজয় দিবস উপলক্ষে মোংলায় ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ২৪ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০ টায় মোংলা মিনি ক্রিকেট স্টেডিয়ামে ‘আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ’ মোংলা পৌর শাখা কতৃক আয়োজিত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এসময় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মোংলা পৌর শাখার সভাপতি মো: সেলিম হাওলাদারের সভাপতিত্বে ক্রীড়া টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম উপস্থিত ছিলেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোংলা পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো: ইমরান হোসেন, উপজেলা মুক্তিযুদ্ধ দলের সভাপতি কমান্ডার আবু হানিফ, যুবদল নেতা ইমান হোসেন রিপন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।